বিয়ের পর তৃতীয় বছরটা সুখের, পঞ্চম বছরটা সবচেয়ে কঠিন
বিয়ের পর তৃতীয় বছরটা সুখের, আর পঞ্চম বছরটা নাকি সবচেয়ে কঠিন। ঠিক এ চিত্রটাই উঠে এলো সাম্প্রতিক এক জরিপের ফলাফলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০০০ বিবাহিত মানুষদের বিভিন্ন রকম প্রশ্নের পর জানানো হয় তথ্যটি। সমীক্ষায় জানা গেছে, বিয়ের পর তৃতীয় বছরটা সবচেয়ে সুখের হয়। আর সবচেয়ে কঠিন সময়টা হল বিয়ের পর পঞ্চম বছরটা। এছাড়া সাতটা বছর একসঙ্গে কাটিয়ে দিতে পারলেই ডিভোর্সের ভূত তাড়ানোও অনেক সহজতর হয়। এবার দেখে নেওয়া যাক, কেন তৃতীয় বছরটাকে সবচেয়ে বেশি সুখের সময় বলেছেন বিবাহিতরা। দু হাজার জনের মধ্যে...
Posted Under : Health News
Viewed#: 71
See details.

